হেসো না, হেসে ওঠা সব সময় সুখকর নয়
স্বস্তিরও নয়, শান্তিরও নয়
হাসি ও হাত তালির উল্লাসে বিস্ফারিত আকাশ
ও বাতাস ঘিরে দীর্ণ কোলাহল ক্রমাগত.
কোলাহলের ভেতর জন্ম ও জীবনের
চূড়ান্ত অপচয় শুধু..
তবুও কেউ কেউ নিজের বলতে যা কিছু আছে
তাকে লালন করে যেতে চায় আজীবন
কেউ আবার বন্ধু সেজে কাছে আসে
কেউ জোর করে কেড়ে নিতে চায় সেই সব কিছু
এই যে দ্বন্দ্ব, এই যে অনাকাঙ্খিত বিশৃঙ্খলা
তার অদ্ভুত নগ্নতার মৌন বৃত্তের ভেতরেই
একজন কবির জন্ম, আর এই বৃত্ত ঘিরেই
কবির বসবাস,সহবাস ও জীবন যাপন
অথচ এই যুথবদ্ধতা থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখে
প্রকৃত কবি হলে সে শুধুই স্বপ্ন দেখে
ও সকলকে স্বপ্ন দেখা শেখাতে চায়
আর তার জন্য সে বহন করে চলে জীবনের ভেতরে
অন্য এক ব্যতিক্রমী জীবন ও অন্য এক জগৎ
যা তার একান্তই নিজস্ব ও নিজের মতো করে
গড়ে তোলা, যেখানে তার সৃষ্টি ও নির্মাণেই
সে নিরবচ্ছিন্ন থাকে নিবিড় আত্মমগ্নতায়
হেসো না, হেসে উঠতেই যদি হয় তার আগে
বরং প্রত্যক্ষ্য করে নাও একজন প্রকৃত কবি
কিভাবে সব কিছু তুচ্ছ করে সব প্রতিবন্ধকতা
অতিক্রম করে পৌঁছে যায় জীবন রহস্যের
একান্ত মুখোমুখি…
প্রত্যক্ষ্য করে নাও, সেই কবি
সব শূন্যতা ও ধ্বংসময়তাগুলোকে আর
নগ্নতাগুলোকে কিভাবে রূপান্তরিত করে যাচ্ছে
অনাবিল আনন্দে আর সত্য ও সুন্দরের নান্দনিক বিস্ময়ে
হেসে উঠতেই যদি হয়,হেসে উঠো
সেই অনাবিল আনন্দ ও বিস্ময়ের সন্ধিক্ষণে ।