আমাদের কথা পড়ে আছে ঢের
তুলে আনা হয়নি সময়ের বুক চিরে
পড়ে থাকুক
নীল শ্যাওলা জন্ম নিক তাদের গায়ে
ফুরিয়ে যাওয়া আমার পছন্দ নয়
আমাদের স্বপ্ন গুলোর পৃথক দেশ
তবু আমরা জুঁই ফুল ভালোবাসি
চোখে চোখ পড়তেই নদী যুবতী হয়
আসমানে জমে সুখ-মেঘ
শুকনো ডালে কবিতার কুঁড়ি ধরে
আমরা পায়ে পায়ে গিয়ে বসি
আশার তলায়
আমাদের মনের শিরায় উপশিরায়
আলোর পাঁপড়ি ঝড়ে পড়ে
দুই কোলের উপর পৃথিবী
হাত পা ছুঁড়ে কাঁদতে থাকে
আমার আঁচল তার হাতের মুঠোয় শক্ত করে ধরা
স্তন ডুবিয়ে দিই তার ঠোঁটে
কান্না থামে
আমার চোখে
অঝোরে বৃষ্টি