হিংসা দ্বেষে কলুষ মনে
থাকে যারা স্বার্থ সনে
হয়না কভু তাঁদের ভালো
ডুবে লোভের পাকে ,
বোধের ঘরে আঁধার ভরে
সর্বনাশের পথটা ধরে
বিষে করে জীবন কালো
অপযশটা মাখে।
এমন লোকের দুষ্ট মতি
সদাই করে পরের ক্ষতি
ছলকপটে লুটে ধনে
নিজের বিপদ ডাকে,
পাপের শাস্তি আছে ভাগে
বোধশক্তিটা নাহি জাগে
মিছে অহং ভরে মনে
দুঃখ ডাকে ঝাঁকে।
কুকর্ম সব ছেড়ে দিয়ে
ভালো কাজে ভরে হিয়ে
সত্য পথে মনটা রেখে
প্রীতিতে মন ভরো,
সাম্য ভাবে সবার সাথে
হাতটি তবে রেখে হাতে
সহায় থেকো দুখটা দেখে
সত্য আঁকড়ে ধরো।