ছাড়া ছাড়া ঘুমের শরীর জুড়ে
আমারই চলমান আকরিক দৃশ্যপদ
দলে দলে অসমান মার্চ পাস্ট করে ।
আর ‘ আমি’র ভিতরে এক মোহনিয়া ‘ আমি ‘
ঝাড়াই বাছাই করে’ মনমতো মধুময় মন্তাজ গড়ি ।
বাতিল দৃশ্যশোক যেন শ’য়ে শ’য়ে সুদর্শন পোকা
ঘুরে ঘুরে বৃত্তব্যূহে যৌগিক আমাকে পোড়ায় ।
সুন্দরের পূর্ণ প্রতিমা পাবার ফন্দী
বারবার ফাঁস করে পেখমপুঞ্জ পালে
ঢাকের পেছনে কালো সহযোগী বোলের যন্ত্রণা ।
আঁধার কুয়োর তলে শুয়ে- থাকা চাঁদ তুলে
ছেড়ে দিই জ্যোৎস্নার আকাশ উড়ানে ,
খন্ড খন্ড জুড়ে পরম সুরের সিম্ফনি ফোটে
চিরায়ত সমবেত সত্যের মুখে !