ঝিনুক খুঁজে মুক্ত পেলেন কি!
মাকে আনতে পারল কি তোতাপাখি?
ছোটার ডাক কি দিল সবুজ পাহাড়!
কন্ঠে বাংলার মাটি, সত্যি হৃদয় যার,
জীবন খুঁজে পাওয়ার কথা বলা,
অস্তমিত সে স্বর্ণযুগের নির্মলা।
সকলের হাসি কান্নার সাথি
যেন প্রকৃতির গন্ধ গায়ে মেখে,
মেকি জীবনকে প্রশ্ন করছে-
“বলত রূপসীকে তোমার চোখে?”
স্থবির সভ্যতা যে কাগজের ফুল,
তাইতো প্রশ্ন শুনে ভয় করে।
আমরা আজ নিরাশ শোকস্তব্ধ
নির্মলাকে বুঝতে না পেরে!!!