কোনো সময় এই মাটিতে ধান হতো এক হাত,
যেমন ছিল গন্ধ তার তেমন ছিল স্বাদ।
সূর্য তখন প্রতি পাতায় দিত সমান জ্যোতি,
আগুন তখন জ্বলত যেন লক্ষ কোটি বাতি।
বায়ু তখন বইতো সারা শরীর জুড়িয়ে ,
বৃষ্টি তখন হীরের মতো পড়ত ছড়িয়ে।
হাড়েরপাহাড় আগুননদী ডিঙিয়ে যেত পক্ষীরাজ,
বুনোঘোড়ার শব্দে তাই ভুলত লোকে হাজারকাজ।
ঘৃত দধির তেজে ছিলো যজ্ঞকুন্ড উজ্জ্বল,
প্রসাদের ফল ফুলের গুণে দেবতাও চঞ্চল।
দত্যি দানো তাড়িয়ে দিত লালকমল নীলকমল,
এসব কথা শুধুই এখন সান্ত্বনা,সম্বল।
ছোট হয়েছে পশু পাখি ছোট হয়েছে বন,
ছোট হয়েছে মানুষ গুলো আর মানুষের মন।