এগিয়ে যেতেই হবে , পথিক শপথ
মাঝে মাঝে পিছনের হালে পাঠ ভালো ,
কিংবা কালো সমবেত আকাশের মতো
স্থির , পেতে প্রতিজ্ঞায় মসৃণ আলো ।
থামা মানে দাঁড়ি নয় , কমা একফালি
ভুল ঠিক বিচারের সংলাপে শান ,
শতাব্দী শুয়ে আছে শুশ্রূষা হীন
তক্তা – পেরেকে থাক কিছু ব্যবধান ।
সফল প্রবাহ পেতে পাথুরিয়া পথে
দুর্বার নদীকেও নিতে হয় বাঁক ,
কেউ তো বলে না ভীরু সময় বিনাশী !
কৌশলী প্রতিবাদে কই ঝাঁকে ঝাঁক ।
প্রতিরোধে ভয় পায় শাসকের জিন
জেতার যুদ্ধে ঘোরে সন্ত্রাসী ফাঁদ ,
ছিন্ন না হয় যেন জনমন ছিলা
সত্যই বিশ্বাসী প্রত্যয়ী কাঁধ ।