সঙ্গ দোষে বিপথগামী
হারায় সঠিক পথ,
ভালোমন্দের জ্ঞান না থাকলে
রবে কি আর সৎ?
ভুল ভ্রান্তিটা করে যারা
ঠাট্টা করে লোক,
সুজন যারা পথটা দেখাও
ওদের চেতন হোক।
অপকর্মে লিপ্ত হলে
দেশ- সমাজের ক্ষয়,
বোধের দিশা দেখালে যে
হবে সত্যের জয়।
সত্য পথে জ্ঞানীর সাথে
থাকলে বাড়ে জ্ঞান,
অজ্ঞানী দেয় মন্দ বুদ্ধি
হারায় তাতে মান।
কথায় কাজে সত্যে যারা
উদার তাঁদের মন,
উত্তম সঙ্গে জ্ঞানের বিকাশ
জ্ঞানীজনে কন।