প্রভাত রবি রক্ত রাগে উঠলো নভে
উজল বেশ,
হরেক পাখির কিচিরমিচির জাগায় ভবে
প্রাণের রেশ।
এই প্রকৃতির দিকে দিকে ফুলের বাহার
রঙের সাজ ,
মৌমাছি সব ঝাঁকে করে মধু আহার
সকাল সাঁঝ।
ধানের শীষে শিশির ঝরে শীতের বেলা
বেজায় রাশ,
পদ্ম শালুক ঝিলের জলে করে খেলা
ছড়ায় বাস।
মধু মাঝি নৌকা নিয়ে আবেগ ভরে
গাইছে গান,
আকাশ পারে উড়ায় ঘুরি বালক জোরে
দিচ্ছে টান।
পাখসাট তুলে বলাকা দল যায় যে উড়ে
গগন তল,
গোধূলি ক্ষণ রঙের বিলাস অম্বর জুড়ে
নিমেষ পল।