অন্ধকার ঘরে
একটা সকাল
লিখতে বসেছি
শরীরের সব তেজ
জড়ো করেছি
দুই আঙুলে
কালো ধাগাতে
রেখেছি সূর্যের নিশ্বাস
পুতুলের
মন্ত্র দেওয়া ডানার উপর
হেঁটে যায়…
লোহার বুট পড়া সময়
এ অহংকার স্বাভাবিক
সুর্যের হৃৎপিণ্ড
তার বুক পকেটে
রিপু ত্যাগ করে
নিস্পাপ নগ্ন…
সকাল লিখতে বসেছি