হিমেল হাওয়া দিচ্ছে জানান এসেছে শীতের বেলা,
কুয়াশা জড়ানো আঁধারের ভোরে মোহন মায়াবী খেলা।
শিশিরের ফোঁটা চুপি চুপি ঝরে নরম দূর্বা ঘাসে
ভোরের আলোর সোহাগ পরশে প্রকৃতিকে ভালোবেসে।
ঘাসের ডগায় ভোরের শিশিরে লুটোপুটি ভালোবাসা,
রোদ পড়ে তায় ঝিকমিক করে জাগায় মনের আশা।
ক্ষণিক আয়ুর জীবন তবুও একী অদ্ভূত মায়া!
সূর্যের আলো পড়ে তার পরে হীরক দ্যুতির কায়া।
ক্ষণিক আয়ুর স্বপ্ন তবুও মিলনের চোরাটান,
রোদ উত্তাপে লীন হয়ে তার স্বপ্ন যে খান খান।