রাখি উৎসব পূর্ণিমাতে কিনতে হবে ভাই
পাশের বাড়ির বুনু আছে বাঁধবে হাতে তাই।
বোন পাতিয়ে পেলো মজা পুতুল কিনতে হয়
অনুষ্ঠানের পরে দাদা বুনুর সাথে রয়।
বোনের দুঃখ ঘুচে গেল নতুন রাখি বেশ
মাংস ভাতে পেটটি পুরে অম্বল খাবে শেষ।
ভাবছে এবার কিনবে বুনু মাতার কাছে চায়
শুধায় মাকে কোন বাজারে বনু তবে পায়।
অনেক বুনু আছে তোমার মামা কাকার ঘর
রাখি কিন্তু বাঁধতে পারে সকল আপন পর।
দেশের সেনার হাতে বাঁধে পাড়ার বোনের দল
ছুটি মোটে থাকেনা যে ওরা সৈনিক বল।