হেরে যাওয়ার কথা লেখা আছে স্বপ্নের মাঝে
বাস্তবে তার কোন যোগাযোগ নাই
হেরে যখন যেতেই হবে,যেতার আশা করে লাভ নাই
এখানে আবার ঘ্রাণ,পাবে শুধু অপমান
অজস্র পিশাচ ঘোরে, তারা সবে নিষ্প্রাণ
আমি বিস্মিত হই বারবার
ভয় হয় আরো কিছু হারাবার
হারাতে হারাতে; হারতে হারতে আমি তলিয়েছি বহুবার
এখন ভেসে ওঠার পালা
জ্বলতে জ্বলতে সব জ্বলনের হয়েছি মালা
স্বপ্ন পিয়াসু নদীর ক্ষতি হয়েছে বহু আগে
তবুও তো মরা নদীর স্রোতে স্বপ্ননীড়ের স্বপ্ন জাগে
হেরে যাওয়ার গল্পে জাগরুক প্রহরীর দায়ে আছে আজও
শুভ স্বপ্নের আশা নিয়ে বাঁচি আমরা দুঃস্বপ্নের মাঝেও।