দু চোখে একশো নীলের খিদে জমলেই
তোমাকে দেখতে চাই
পাতার উপর
কালো সরীসৃপ হয়ে থাকলে
ভালো লাগে না
জানোনা তুমি?
বরং মিশে যাও লেবু ফুল রোদে
উড়ে যাও মন ছাদ দিয়ে
নেমে আসো বট ঝুরি বৃষ্টি হয়ে
নদীর কুল কুল আওয়াজের নুপূর দাও পায়ে
বন্দী পাখি দেখলে
আমার মনের জ্বর বাড়ে
বোঝোনা তুমি?
নেলপলিশের গন্ধ ভুলে
তোমার গন্ধে মাতাল হই
নিজের অজান্তেই
মন শুকিয়ে গেলে
তোমার প্রতি ফোঁটায় ডুবে যাই নিঃশব্দে
আমলকী শীতে
কি করে তুমি গরম কফি মগ হয়ে যাও
অবাক হই
আবার যখন আঙুলের শরীর থেকে
উড়ে যাও মন খারাপের পাহাড় ছোঁয়া দুরত্ব পর্যন্ত
তখনই বুঝি
এ উদাস কাঁটা থেকে আলো ফুল হওয়া
এ জন্ম থেকে মৃত্যু
তোমারই জন্য