তোমার গড়া এ সংসারের নিত্য কাজের মাঝে
তোমার হাতের মধুর ছোঁয়া প্রাণের পরে রাজে।
মন্দ ভালোর দোলাচলে যখন থাকি ঘিরে
তখন তোমার পরশ আমায় শান্তিতে নেয় ফিরে।
তোমার গড়া এ সংসারের নিত্য মায়ার ডোরে বেঁধে বেঁধে রেখেছ যে আমায় তোমার করে।
মায়ার ডোরে বাঁধা জীবন নিত্য নাটের খেলা আসা-যাওয়ার পথের মাঝে জীবন নাটের মেলা।
ধন জন মান বন্ধু সুজন সম্পর্কের ডোরে
মায়ার বাঁধন দিয়ে তুমি রেখেছো যে মোরে।
হে রাজরাজ তোমার হাতে রঙিন তুলির আঁকন আছে,
সেই রঙেতে রাঙিয়ে তোলো আকুল হৃদয় খানি।
আমায় তুমি নেবে ডেকে কর্মক্লান্ত দিনের শেষে,
জীবন আমার ঠিক জুড়াবে তোমার পায়ে থামি,
ধন্য হবে মানব জীবন, ওগো জীবন স্বামী!