হিমেল বায়ু মারছে চাটি
ভাবছি এখন অনাচারী
কি করে যে হলাম পাপী
পাল্লা হলো পাপে ভারী?
মন্দ সময় নিভাঁজ হেসে
গড়িয়েছিল ভাঙা ঘর
শক্ত ভেবে নিজের ডেরা
আসে নি তো প্রবল জ্বর।
গুহ্য কারণ লুকিয়েছিল
শিরার ভেতর অনেক পল
নষ্ট বীজের ভদ্র খেলায়
মুগ্ধ ছিলাম অনর্গল।
ঘোলা জলে সাঁতরে প্রাণী
এখন খোঁজে কোমল বায়ু
মেঠো পথে আর কিছুদিন
চায় বাড়াতে পরম আয়ু।
চোখের ছানি না কাটিয়ে
চাইছি যেন বিষম রোদ
হিমেল বায়ু মারছে চাটি
ফিরিয়ে দিতে সেই-ই বোধ।