সংশয়ের পাহাড় চূড়ায় এসে দাঁড়ালে আর সংশয় অনুভূত হয় না।
নিচ থেকে দেখেছি আগুনের বৃষ্টি,
তপ্ত বায়ুমণ্ডলের কণায় কণায় প্রচন্ড তৃষ্ণা।
বৃষ্টির আশায় দিন গোনা মানুষের দেহে ঝরে পড়ে বিষাক্ত অ্যাসিড
ক্যালিফোর্নিয়া মৃত্যু উপত্যকা থেকে ইরানের ল্যুট মরুভূমি,
আগুন জ্বলছে সর্বত্র।
বড় বড় গাছেদের প্রেতাত্মাদের মধ্যে তুমুল গন্ডগোল,
একদিন ওরাই রাজত্ব করবে এই মৃত্যুপুরীর উত্তর থেকে দক্ষিণে।
ভয়ে ভয়ে থাকতাম সব সময়,
হুমকি দিচ্ছে বনভূমি
বেদনায় কাতর হয়ে কাঁদছে দূষিত প্লাস্টিক ভূমি পেট ভর্তি প্লাস্টিক নিয়ে যন্ত্রণায় কাতর ওরা আজ। তবুও শান্ত নির্বিকার
সংশয়ের পাহাড় চূড়ায় বসে আজ আমিও নির্বিকার।
হাস্নেহানার গন্ধে সুরভিত পৃথিবী সবুজ থেকে হলুদ প্রায়
খুব হাসি পায়, রূপ রস গন্ধে ভরা সবুজ পৃথিবী সুরক্ষিত নয়,
আর মানুষের চ্যালেঞ্জ মঙ্গলের টেরাফর্মিং।
তবুও সন্ধ্যার আকাশে শঙ্খচিলের দল উড়ে ফেরে, মৌমাছির দল এখনো দল বেঁধে ফুল থেকে ফুলে বসে
প্রকৃতির নিয়মে হয় পরাগমিলন।
বসন্তের পলাশ কৃষ্ণ চূড়ায় প্রকৃতি নববধূর সাজ
সাজে।
মন যেন বলে ওঠে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি,
এখনো সবকিছু শেষ হয়ে যায়নি।।