মনে পড়ে রাস্তার ধারের
সেই প্রস্তরফলক ?
পিতার কাছে প্রথম শেখা
সংখ্যামালা ………
আমাদের সকলের প্রিয়
বিদ্যাসাগর ;
যার হাত ধরে আমরা
মাতৃভাষাকে চিনেছি ;
জেনেছি ;
কিন্তু কদর…….
কদর করতে পেরেছি কি?
বিশ্বের দরবারে
বিকোতে বসেছে মাতৃভাষা ।
মাতৃজঠরে মা যেমন
সন্তানকে সমস্ত প্রতিকূলতা
থেকে রক্ষা করে ;
তেমনি আমরাও কি পারবো না
বিশ্বজঠরে তাকে আগলে রাখতে?
সমস্ত রাজনীতি খুনোখুনি
রাহাজানির ঊর্ধে স্বমহিমায়
মাতৃভূমিকে গৌরবান্বিত করতে?
নিজের যে টুকু আছে তাই নিয়ে
মাথা উঁচু করে বলতে
বাংলা আমার মাতৃভাষা ,
আমি গর্বিত আমি বাঙালি ।।