জীবন মাঝে শ্রেষ্ঠ বন্ধু
বই যদি রয় সাথে,
জ্ঞানের পরশ পেয়ে সবাই
ধন্য হবে তাতে।
হিতকারী মিত্র বলে
বইকে যারা মানে,
জ্ঞান আলোকের আধার রূপে
বইকে তাঁরা জানে।
ভালো মন্দ ঠিক বেঠিক টা
জ্ঞানের দ্বারাই মিলে,
অজ্ঞানতার পালক খসে
বইকে হাতে নিলে।
কুসংস্কারের আবিলতার
চাদর খানি সরে,
জ্ঞান জ্যোতিতে দৃষ্টি স্বচ্ছ
শ্রেষ্ঠ বন্ধুই করে।
দেশবিদেশের অজানা সব
ইতিহাস যে নানা,
শ্রেষ্ঠ বন্ধু থাকলে সাথে
সবকিছু হয় জানা।