শতনাম স্ত্রোস্ত্র
“ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।
সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমোস্তুতে।।“
পদ্নপলাশাক্ষি নাম জয় জয় জয়।১
মহালক্ষী নামে হয় সর্ব্বরোগ ক্ষয়।।২
সুরেশ্বরী নামে নতি ভক্তিভরে।৩
হরিপ্রিয়া নাম স্মরি অন্তর-মাঝরে।।৪
পদ্মালয়া নামে লক্ষী-পদে নমষ্কার।৫
সর্ব্বদাত্রী নামে হয় বিভব সঞ্চার।। ৬
বিশ্বেশ্বরী নামে ডাকি কমলা দেবীরে।৭
ক্ষীরোদধিসুতা নাম স্মরি ভক্তিভরে।।৮
জগন্মাতা নামে নতি পদ্মযুগে করি।৯
হৃদিমাঝে দয়াবতী নাম সদা স্মরি।।১০
ত্রৈলোক্যতারিণী নাম করি গো স্মরণ।১১
বসুবৃষ্টিকারী নাম জগত-পাবন।।১২
সর্ব্বভূতহিতৈষিণী নামে নমস্কার। ১৩
দেবদেবেশ্বরী নাম সার হৈতে সার।।১৪
ভুবনপাবনী নাম স্মরি গো অন্তরে।১৫
চপলা নামেতে নতি করি ভক্তিভরে।। ১৬
ভুবন জননী নাম স্মরি বার বার।১৭
আর্ত্তিহন্ত্রী নাম স্মরি অন্তর মাঝারে।।১৮
ওগে দেবী তব নাম দারিদ্র-হরণী।১৯
স্মরিলে দূঃখের নাম কমলবাসিনী।।২০
ললিতা নামেতে নতি তোমার চরণে।২১
প্রদ্যুম্ন জননী নাম স্মরি হৃষ্টমনে।।২২
শরণ্যা নামেতে হয় দূঃখ বিনাশন।২৩
শীলাবতী নাম স্মরি যত ভক্তগণ।।২৪
পিতৃ-মাতৃরুপা নাম স্মরি হৃদিমাঝে।২৫
সম্পত্তিদায়িনী নামে সবে সুখে মজে।।২৬
বিদ্যাদাত্রী নাম তব জগতে প্রচার।২৭
কল্যাণী নামেতে তোমাকরি নমস্কার।। ২৮
সাগর-নন্দনী নাম সাগর-ভবনে।২৯
গুণরাশি-প্রবিনী তোমা সবে গুনে।।৩০
ক্ষমাশীলা নাম তব বিদিত ভুবন।৩১
ভগবতী নামে তোমা ডাকে সর্ব্বজনে।।৩২
শুদ্ধসত্বস্বরুপিণী তোমার নাম।৩৩
সম্পত্তি-রুপিণী হয় তোমার আখ্যান।।৩৪
পার্ব্বতী বিরাজ কৈলাসে।৩৫
স্বর্গলক্ষ্মী নাৃ তব অমর নিবাসে।।৩৬
মর্ত্তালক্ষ্মী নাম তব ভূতলে প্রচার।৩৭
গৃহলক্ষ্মী নাম খ্যাত গৃহীর আগার।।৩৮
বৈকুন্ঠে বৈকুন্ঠপ্রিয়া তব এক নাম।৩৯
গৃহে গৃহে ঘোষে তব তুলসী আখ্যান।।৪০
ব্রক্ষ্মলোকে তব নাম সাবিত্রী সুন্দরী। ৪১
বৃন্দাবন-বনে নাম ধর রাসেশ্বরী।।৪২
গোলকে তেমার নাম কৃষ্ণপ্রণাধিকা।৪৩
ভক্ত-হৃদে তব নাম সর্ব্বার্থ-সাধিকা।।৪৪
মালতী নামেতে থাক মালতী-কাননে।৪৫
চন্দ্রা নাম শোভা পাও চন্দনের বনে।।৪৬
সুন্দরী তোমার নাম শতশৃঙ্গে জানি।৪৭
কুন্দবনে কুন্ডদন্তী নামে খ্যাত তুমি।।৪৮
পদ্মাবতী নাম তব হয়, পদ্মবনে।৪৯
কৃষ্ণপ্রিয়া তব নাম ভান্ডাীর-কাননে।।৫০
কেতকী-কাননে তব সুশীলা আখ্যান।৫১
রাজগৃহে রাজলক্ষ্মী তব এক নাম।।৫২
আত্নবিদ্যা নামে তুমি খ্যা সর্ব্বস্থানে।৫৩
সিদ্ধগন ডাকে তোমা সিদ্ধিদাত্রী নামে।।৫৪
এক নাম ধর তুমি শ্রীকদম্বমালা। ৫৫
কোচধূপুরে তুমি কোচরাজবালা।।৫৬
সুমতি নামেতে তুমি খ্যাত সর্ব্বস্থান।৫৭
কুমতি নাশিনী হয় তব এক নাম।।৫৮
এক নাম ধর তুমি সুপ্রিয়বাদিনী।৫৯
কুলিনা তোমার নাম ওগো সুভাষিণী।।৬০
স্বাহা নামে শোভা পাও অগ্নির গোচরে।৬১
স্বধা নাম ধর সদা পিতৃলোকপুরে।৬২
যজ্ঞবিদ্যা তব নাম জগতে প্রচার। ৬৩
গ্রুহ্যবিদ্যা নামে তোমা করি নমস্কার।।৬৪
আন্বীক্ষ্মিকী তব নাম বিদিত ভুবন।৬৫
দন্ডনীতি বলি নাম করহ ধারণ।।৬৬
জগদ্রুপা নামে তুমি বিদিত জগতে।৬৭
সুধা নামে খ্যাত তুমি শশাঙ্কপুরেতে।।৬৮
এক নাম মেধা তুৃমি করিছ ধারন।৬৯
শ্রদ্ধা নামে ডাকে তোমা শ্রদ্ধাশীল জন।।৭০
সর্ব্বত্র বিদিত তুমি মহাবিদ্যা-নামে।৭১
মৃতসঞ্জীবনী নাম শমন-ভবনে।।৭২
মহাভাগা এক নাম জানি গো তোমার। ৭৩
সর্ব্বযজ্ঞময়ী নাম সর্ব্বত্র প্রচার।। ৭৪
মোক্ষদা নামেতে কর মোক্ষ বিবরণ।৭৫
সুরভি নামেতে কর গো-ধন রক্ষণ।। ৭৬
সুখদা নামেতে সুখ দেও সবাকারে।৭৭
হর্ষদা নামেতে তোমা স্মরি বারে বারে।। ৭৮
শ্রীদাত্রী তোমার নাম করি গো স্মরণ। ৭৯
শস্য নামে কর তুমি শস্য বিবরণ।।৮০
মহাদেবী তম নাম হিমালয়-ঘরে।৮১
সুমেরুনাসিনী নাম সুমেরু-শিখরে।।৮২
ধর্ম্মদাত্রী তব নাম ধর্ম্মের গোচর।৮৩
প্রভাবতী নামে ডাকে সতত ভাস্কর।৮৪
পরমার্থদাত্রী নাম করহ ধারন।৮৫
ত্রোধহীনা তব নাম বিদিত ভুবন।৮৬
হরুদাস্যপ্রদায়িনী অখ্যান তোমার।৮৭
কারণরুপিনী নাম জগতে প্রচার।।৮৮
অসারহারিণী নাম খ্যাত সর্ব্বস্থানে।৮৯
নারায়ণ পরায়ণা নামে তোমা ভণে।।৯০
এক নাম ধর তুমি মহাপুণ্যবর্তী।৯১
নন্দিকেশী নাম তব খ্যাত বসুবতী।।৯২
শচী নামে শোভা পাও দেবরাজপুরে।৯৩
ভোগবতী নামে থাক পাতাল-নগরে।।৯৪
অরিষ্টনাশিনী নাম জগতে প্রচার।৯৫
হরিহৃদিবিলাসিনী হরির আগার।৯৬
একবীরা নাম তুমি করহ ধারণ।৯৭
ভ্রামরী নামেতে কর ভুবন ভ্রমণ।৯৮
বিরোধিনী তব নাম খ্যাত ভূমন্ডলে। ৯৯
দিগ্ গজগণেরা তোমা বিধাতৃকা বলে।।১০০
শিবাদূতী নাম তব জগতে প্রচার। ১০১
ষট্ রুপা তব নাম বেদের মাঝার।।১০২
হুস্কাররুপিণী নাম সমর-অঙ্গনে।১০৩
জম্ভুণী নামেতে খ্যাত যোদ্ধার সদনে।১০৪
ভক্তভিষ্টবিধায়িণী তব এক নাম।১০৫
বিনোদিনী নামে তুমি খ্যাত সর্ব্বস্থান।১০৬
মদন-মদনী নাম মদনের পুরে।১০৭
শ্রীরতিসুন্দরী নাম রতির গোচরে।।১০৮
ফলশ্রুতি
এই স্তব ভক্তিভরে করিলে শ্রবণ।
কিম্বা অধ্যায়ণ করে যদি কোন জন।।
পাতক তাহার দেহে কভু নাহি রয়।
পুত্রহীন জন পায় সুপুত্র নিশ্চয়।।
ভ্রষ্টরাজ্য রাজা পায় ইহার প্রসাদে।
কীত্তিহীন কীর্ত্তি লাভে জানিবে জগতে।।
যশোলাভ ধনলাভ হইতে হয়।
কল্যানজনক স্তোত্র শাস্ত্র শাস্ত্রে হেন কয়।।
তাই বলি ভক্তগণ একান্ত অন্তরে।
সদা গুন সদা পড় ভক্তি সহকারে।।
কমলে কমলে বলি ডাক নিরন্তর।
ডঙ্কা মারি যাবে চলি অমর-নগর।।