জমানো উটের তৃষ্ণা পান করে’ করে’ও
সংযমী পথিক হতে পারলাম কই !
পেয়েও পরিধি লোভে লেপ্টে নীল জীবাণু যন্ত্রণা ।
উত্তরের ফাঁক ভরাতে ভরাতেই দক্ষিণের প্রশ্নে অভিমান ।
কোন দিকে যাই ?
সাদা মেঘের ধৈর্য্য , হলুদ বৃষ্টির আশা
আর লাল মাটির অপেক্ষা কিছু মাধুকরি করি ।
অতঃপর , সার্বিক সবুজে সবুজে
বিচ্ছেদ- বিষাদের নিষিদ্ধ বাগান ভরাবো ।
উপরোক্ত পঙক্তি মুঠি মিটি মিটি হাসে
— আমাকে দিয়ে এই সহজিয়া ইচ্ছেপূরণ ,
সত্যিই কি অসম্ভব নয় ?
কেননা ,
সৃষ্টির আনন্দধামে অতৃপ্তির স্বাদ শুঁকে
আবিশ্ব বেঁচে আছে শ্রীরাধার পদাবলী শ্বাস ।