বড়ো ভাল লাগে রজনীজল
ঘাসের গায়েতে নরম
টলটলে ঐ শীষমহলের
শীষভাঙ্গা শবনম।
শীত – বসন্তে মেঘের দান
কুয়াশার ঘেরাটোপ
কাঁথার শীতেতে আয়াস গড়িয়ে
রাতঘুম শেষে লোপ।
এখন মেঘের অঝোর জল
বর্ষা মঙ্গল নমো
আন্নাকালি আন্নাকালি
এবার একটু থামো।
দেখাও এখন শুভ্র অভ্র
নীল অম্বর পটে
মেঘের খেলাতে নিষ্ক্রিয় সব
প্রগতি বিজ্ঞান বটে।