ঝরছে বারি,সকাল হতে,প্রবল বেগে ,
ফিরছে ভিজে , দুখী বুড়ি, অন্ন মেগে ।
আপন তো তার , নাইকো কেহ ,
ভগ্ন স্বাস্থ্য , জীর্ণ দেহ ,
অনেক কষ্টে , দোরে দোরে, পেটের তরে ,
ফিরলো নিয়ে , অন্ন কিছু , জীর্ণ ঘরে ।
মাঠের পানে , লাঙল লয়ে, যাচ্ছে চাষী ,
চষবে জমি , ফলবে ফসল , রাশি রাশি।
খুশির জোয়ার , আসবে প্রাণে ,
ভরবে গোলা , নতুন ধানে ।
সবার মুখে , ফুটবে হাসি , চাষীর ঘরে ,
আনন্দেতে , সবার জীবন , উঠবে ভরে।
মুষল ধারে , নামলো বৃষ্টি , আবার জোরে,
বইছে নদী , দুকূল ছেপে , প্রবল তোড়ে।
বন্ধ হলো , তরী বাওয়া ,
বইছে বেগে , প্রবল হাওয়া ।
ফিরলো ঘরে , পথিক যতো , সাঁঝের বেলা ,
আটকে ঘরে , শিশুরা সব , বন্ধ খেলা ।
গাছে গাছে , থোকায় থোকায় , জোনাক জ্বলে ,
ঘ্যাঙর্ ঘ্যাঙর্ , যাচ্ছে শোনা , ভেকের গলে।
শঙ্খনিনাদ ভরলো ঘরে,
ধূপের গন্ধে ,বাতাস ভরে।
বন্দী আমি , সকাল থেকে , নিজের ঘরে ,
অতীত দিনের , যতেক স্মৃতি , মনে পড়ে ।