শ্রাবণী চ্যাটার্জী
লেখিকা পরিচিতি
—————————
নাম : শ্রাবণী চ্যাটার্জী
কবি শ্রাবণীর জন্ম ১৯৮৭ সালে। বাবা কাজল বরণ ও মা মালা চ্যাটার্জীর আদরের কন্যার ছোটবেলা থেকে বই পড়ার ভীষণ ঝোঁক ছিল। কলেজ জীবন থেকে শুরু হয় লেখালিখি। আজ কবির লেখা বিভিন্ন পত্রিকাতে নিজ গুণে জায়গা করে নেয়। পেশায় শিক্ষিকা শ্রাবণীকে আরও দুজন উৎসাহ দেয় প্রতিনিয়ত। স্বামী শংকর মুখার্জী ও কন্যা ঐশানী। ছোট্ট ঐশানী তো মায়ের লেখা আবৃত্তি করতে পারলে অন্যকিছুর দিকে নজর দেয় না।
লেখিকার সৃষ্টি
জীবনের ধ্রুবতারা || Shraboni Chatterjee
ঠাকুর তোমার খেলাঘরে ভাবের আসন পাতি,অহর্নিশি জপছি নাম সান্ধ্য হতে
অবতরণ || Shraboni Chatterjee
বড্ড ভয় পাই চেনা গন্ধটাঅবয়বে তাই শিহরিত হইপরিচিত রূপের অপরিচিত
রক্তবীজ || Shrabonti Chatterjee
নও তো নারী,নও যে পুরুষ,প্রতিবন্ধী মন,দেখনি আরুষ।ধমনীতে পাপ,নিকষ রাত—তুমি যে
তবু ভালোবাসি মরীচিকা || Shraboni Chatterjee
বৃত্ত আঁকার কম্পাসটা বড্ড ছোট আমার—আবেগে ঠকতে ভালোবাসি বারবার।সমুদ্রের বেলাভূমির
দুর্গার দুর্গতি || Shraboni Chatterjee
নীল আকাশে ছেঁড়া মেঘ দিয়েছে যে উঁকি,শিশির মেখে দূর্বাঘাস উল্লাসে
প্রিয় চিঠি || Shraboni Chatterjee
জীবন ছকের চেনা ফাঁদেহাঁপিয়ে ওঠে প্রাণ,মনকেমনের সুরে কাঁদেএকাকী নীরব অভিমান।অভিমানী
জীবনবোধের ইতিকথা || Shraboni Chatterjee
চেনা ছকের ঘর গুলো আজ বড়োই অচেনা,মুখোশধারী মুখের আড়ালে রাজা
খুঁজে ফেরে মা’কে || Shraboni Chatterjee
শহর তোমার রাজপথে,অলিগলিতে খুঁজে ফেরে মাথা কুটে—সেই শিশুটি আজও অপেক্ষায়
ভালোবাসায় হার || Shraboni Chatterjee
এক বুক অভিমান নিয়ে চলে গেছিস তুই—ভাবিস্ না একা আমি!আমাদের
স্বপ্ন দেখি || Shraboni Chatterjee
পক্ষীরাজের ঘোড়ায় চেপে দিয়েছি লাগাম কষে,আঁখি পল্লবে ভিড় করেছে স্বপ্নরা
লক্ষ্যভ্রষ্ট তুমি || Shrabonti Chatterjee
বলেছিলে আসবে ফিরেশ্রান্ত এই নদীর তীরে,বুঝতে পারেনি অভাগা মনআমি যে
নক্ষত্র পতন || Shrabonti Chatterjee
মহাকালের অমোঘ টানে দিয়েছো যে পাড়ি,সত্যি করে বল দেখি কোনটা
আমার চাঁদ || Shraboni Chatterjee
ভাবছি ,একটা চাঁদ আঁকব।না!ঠিক পূর্ণিমার মতো গোলাকার নয়—পূর্ণিমার বাসর জাগা
মা তুমি || Shraboni Chatterjee
এমনই একদিন কোনও এক ভোরে—এসেছিলাম মা গো তোমার জঠরে,আজও জানি
কোনো কবিতা নয় || Shraboni Chatterjee
লিখব না আর কবিতা,কলম কে আজ নির্বাসন দিলামপ্রেমের অপলক চাহনির
প্রার্থনা || Shraboni Chatterjee
অস্থির মন,বিস্তীর্ণ কাল,দুয়ারে তোমার আমি—কোন্ বিচারে এ ভেদাভেদ কও জগতের
কিংশুক অভিমান || Shraboni Chatterjee
মুক্তি দিলাম কফিনবন্দী আবেগ একমুঠো—কুহেলিকা জাল দূর হয়ে গিয়ে শিউলি
সুন্দর তুমি || Shraboni Chatterjee
সুন্দর তুমি হয়ে ওঠ প্রতিভাত—সুন্দর তুমি হও নাকো সহজাত।সুন্দর তুমি
প্রেমের ধারাভাষ্য || Shraboni Chatterjee
কথার মিছিলে হারিয়ে ফেলেছি মনের সুপ্ত ভাষা—উদাসী মন,বড়োই উচাটন,এ কেমন
বসন্ত মানে || Shraboni Chatterjee
রেঙেছে তুলি,মেখেছে রং,এসেছে ঋতুরাজ—শুভ্র বসনা ধরা ছাড়ো সন্ন্যাসীনির সাজ।অনুরাগে কৃষ্ণচূড়ার
সমান্তরাল সম্মান || Shraboni Chatterjee
নারী দিবস—অপাঙ্গ হওয়ার সাড়ম্বরে উদযাপন।নাই বা রইল বাসের লেডিস সিটটা,নাই
একমুঠো রঙ || Shraboni Chatterjee
একমুঠো সবুজ রঙ লাগিয়ে দিও মনে,এসেছে যে প্রাণের দোল বসন্তের
তুমি না থাকলে || Shraboni Chatterjee
জীবনটা হত গদ্যময়,থাকত না কোনো ছন্দ,থাকত না কোনো হর্ষ বিষাদ,থাকত
বর্ষবরণ || Shraboni Chatterjee
এসেছে বর্ষ,নবীন হর্ষ,নূতন প্রাণের ছন্দ—মিথ্যে হোক মান অভিমান,যত অসূয়া দ্বন্দ্ব।কালান্তরের
সব কবিতা কবিতা নয় || Shraboni Chatterjee
সব টিলা কিন্তু পাহাড় হয় না,মৌনতা পাহাড়ের অহংকার।সব নদী আবার
স্মরণে রবীন্দ্রনাথ || Shraboni Chatterjee
রবীন্দ্রনাথ আমার একবুক নিঃশ্বাস,রবীন্দ্রনাথ আমার সুগভীর বিশ্বাস,রবীন্দ্রনাথ আমার প্রেমের বাহুপাশ,আমি
তুমি মৃত্যুঞ্জয় || Shraboni Chatterjee
থেমে গেল শঙ্খ নিনাদ—অগণিত মানুষের ব্যর্থ আর্তনাদ।জুগিয়েছিলে ভাষা মুখে,হাতে বরাভয়,লেখনী
নিত্য রবীন্দ্রনাথ || Shraboni Chatterjee
বৈশাখী খর বায়ু যখন দুর্দম দুর্বিনীত—একলা দুপুর বিরহ বিধুর রবির
আমার রবীন্দ্রনাথ || Shraboni Chatterjee
আমার আবেগের নাম রবীন্দ্রনাথ—রবিঠাকুর আমার গ্রীষ্মকালের আস্ত নির্জন দুপুর।মনখারাপের বাদলা
নজরুল আমার প্রাণের দোসর || Shraboni Chatterjee
নজরুল আমার প্রাণের দোসর,মনের উতল হাওয়া,লিচু চুরির স্মৃতি চারণায় শৈশব
সম্পর্করা প্রাণ হারায় || Shraboni Chatterjee
শব্দরা আসে যায়,খুঁজে ফিরে মরীচিকায়—স্মৃতির কোলাজে জমা ধুলো,গ্ৰন্থিহীন বাঁধন গুলোকত
দ্বিতীয়া || Shraboni Chatterjee
এক মুহুর্তের জন্য অসংসারী হব—অনাঘ্রাত মোহের নির্ভেজাল বাহু পাশে আবদ্ধ
প্রত্যুত্তর || Shraboni Chatterjee
কিছু স্বত্ব থাক না অসংরক্ষিতইযা তোমার ছিল তা তো তোমারইআর
বৃষ্টি ভেজা প্রেম || Shraboni Chatterjee
চল সখী আজ খুঁজে নিই বৃষ্টি ভেজার সুখ—সোঁদা মাটির গন্ধ
পিতা পুত্র সংলাপ || Shraboni Chatterjee
পিতা:পিতৃ দিবস না পিতৃ ঋণ?কাতর প্রশ্ন সজল চোখে,হিসেব মেটানো কি
একটা লড়াইয়ের নাম || Shraboni Chatterjee
একটা অভিমানের নাম চোখের জল,একটা দৃঢ় বিশ্বাসের নাম মনোবল,একটা লড়াইয়ের
স্বাধীনতা তুমি কার || Shraboni Chatterjee
স্বাধীনতা তুমি কার?ত্রিবর্ণরঞ্জিত পতাকা ওড়ানো লাঞ্ছিত দেশবাসীর!নাকি আজও ডাস্টবিনের এঁটো
বর্ণাঢ্য বিদায় || Shraboni Chatterjee
বিদায় বেলায় বাজবে না কোনো শেষ রাগিণীর বীনমনের মণিকোঠায় স্মৃতিটুকু
শরতের আগমনী || Shraboni Chatterjee
দখিনা মলয়া কাশের বনে ফেলেছে আজ সাড়া,নীল আকাশে তুলো তুলো