সত্য নিষ্ঠায় চলেন যারা
সময়ের দেন দাম,
শ্রমের মূল্যে জীবিকাতে
বাঁচান তাদের প্রাণ।
বিন্দু বিন্দু জমান তারা
আসলে বিপদ ক্ষণ,
দুর্দিনেতে সহায় হলে
রক্ষা পাবে জন।
অর্থলিপ্সু যেসব মানুষ
শ্রমের দেয়না মান,
অন্যায় পথে বিত্ত গড়ে
দেখায় মিছে শান।
ক্ষণকালের জন্যে এরা
যতোই ভোগে সুখ,
বিধির কলে কর্মফলে
ভুগে অসীম দুখ।
ভবের মাঝে সত্যে রাজে
যেসব মানুষ রন,
শ্রমের মূল্যের হয়না তূল্য
বুঝেন সেই জন।