বিশিষ্ট সবুজের মৌলিক মুখ দেখবো বলে’
মৌসুমী মাচান থেকে একটি করে’ অপুষ্ট মেঘ
পেড়ে এনে ধূসরকে দৈনিক দানাপানি দিই ।
আপাত অপটু স্টেশনের কুয়াশার ত্বকে
জমে যাওয়া যাপনের আংশিক অনুবাদ
লিখি রাখি জায়মান জাতক লিপিতে ।
জং ধরা অতৃপ্তির গা থেকে খসে পড়ে
ভীড়ে ঠাসা একাকিত্বের দু’ চারটে গুমোট সময় ।
অনন্তর
সজীব সতর্ক করে গর্ভবতী শস্যের শিশির উত্তাপ ।
পৃথিবীর শেষ সূর্য নিভু নিভু হলে
আবারও অ্যামিবার সংগ্রামে যেন পরাঙ্মুখ না হই
— এই হোক সংকট শ্যাওলা দামে
সভ্যতার আদিম বুদবুদ ।