স্বপ্ন জাগরণের খেয়ায় তোমাকে,
কে ডেকে নিয়ে যায় আজ?
তুমি কি চিনতে পার তাকে?
পান্থশালারা জল খেয়ে তৃষ্ণা মেটাও,
কত রাত জেগে কাটাও চন্দন গন্ধের প্রেমে!
অথচ তুমি যা চাও সে তো প্রেম নয়!
তার থেকেও বড় অন্য অনুভব,
তার নাম অজানা তোমার কাছে l
মেঘের গায়ে রোদ মেখে জলাভূমির
পাশে নির্জন একাকী বসে থাক!
অব্যক্ত কিছু কথা, অধরা কিছু মুহূর্ত
থেকেই যায় জীবনে…
তুমি যে আশ্রয় খোঁজ না তাও নয়,
তবে মানুষের ভীড়ে, বৃক্ষ পেলে তার
কাছেই যাও,থেমে থেমে দেখ তার মুখ!
শেষ বেলার ঐ অলৌকিক আলোর
মায়াতে কোন সত্য লুকিয়ে আছে!
আছে কি তোমার জানা?
কাপালিক সময়ের জানালা খুলে দাও
ভাঙো নিজেকে, ভেঙে যেতে যেতে
বাউল সময় উধাও!
নিবিড় বর্ষণে ভিজুক এই প্রথমবার
বন পালাশীর ঝাড় l