ভেসে যেতে যেতে ডুবে গেল
ডুবে যেতে যেতে উঠে এলো
উঠে যেতে যেতে ভেঙে গেল
ভেঙে যেতে যেতে গোটা হয়ে গেল
গোটা হতে হতে মোটা হয়ে গেল
মোটা হতে হতে লাঠি সোটা হয়ে গেল
লাঠি সোটা হতে হতে অনেকের প্রাণ নিতে লাগলো
প্রাণ নিতে নিতে একটা বড় রাক্ষসে পরিণত হলো
রাক্ষস হতে হতে সবকিছু গ্রাস করতে লাগলো
গ্রাস করতে করতেও তাকে ত্রাসে মারল
ত্রাসে মরতে মরতে সে পালাতে লাগলো
পালাতে পালাতে একদিন সে পাড়া ছাড়লো
রাজ্য থেকে সে দেশ ছাড়লো
দেশ ছেড়েও তার হলো না নিস্তার
পাপের বোঝা ঘাড়ে নিয়ে অবশেষে পৃথিবী ছাড়তে হলো।