যতটা এগিয়ে আসো ততটা পিছোতে পারো
স্রোত !
যতটা আঁকড়ে ধরো ততটা ছাড়তে পারো
সাঁকো !
স্মৃতির উদ্বৃত্ত প্রস্থে পিছলে যায় পা ।
মনের ফাটল জোড়ে নীল নীল হরপ্পার ঘোড়া !
জেগে থাকা আধবোজা ঘুমে
ভারহীন মনে হয় সমূহ সংসার ।
গুপ্ত সুড়ঙ্গ মুখে মুক্ত পিপাসা ছড়ে
বেজে ওঠে সুপ্ত সরগম ।
দ্বীপের ভিতরে দীপ ,
দীপের বাতাসে ওড়ে সবুজের বীজ ।
ফিরে যাও ফিরে আসো
ফের স্রোত ফের সাঁকো ,
শেষ নয় , শুরুর সমন ।