মরুর বুকে মক্কা নগর
ফুটিল এক ফুল
সেই ফুলেরই নামটি হলেন
মোহাম্মদ রাসুল (সাঃ)।
বাবা আবদুল্লারই ঘরে
মা আমিনার কোলে
কুরাইশ বংশে এলেন তিনি
যেনো হেলে দোলে।
মক্কায় মহান আল্লাহর ঘরে
পাথর সরান যিনি
আল আমিন নামের উপাধি
পেলেন যে গো তিনি।
মহান আল্লাহর শেষ নবীর
পালন করি সুন্নত
নিধান কালে পার করিবেন
পাপীতাপি উম্মত।
আখিরাতের ময়দানেতে
আমার বিচার হবে
নুর-নবীজির সুপারিশে
মাফ পাবোরে তবে।