শেষ বেলাতে যাবার ক্ষণে
বললে হরি কানে কানে ।
হরির ধ্বনি যেতে কানে
ছুটলো যে মন তাঁর সনে ।
যাবার ক্ষণে পিছুতে চাই
ইচ্ছে তখন ভবে তে রই।
স্বামীর ভালোবাসায় ভরা
ভুবন ফেলে কেমনে যাই ?
হরির বলয়ে যখন আমি
দুয়ারে তে দাঁড়ায়ে স্বামী ।
যেওনা যেওনা বলি
মূর্ছা যায় ক্ষণে ক্ষণে দেখি।
আখি লোরে ভাসে প্রাণ
কেমনে কাটিবে তার যাম ?
হরি বুকে চলি পুণ্য ধাম ,
ভাবি,দোঁহে লও এক সাথে ।
দরিদ্র দীনের নাথ,
জগৎ চালান যিনি
জীব কুলের দুঃখ হরণ
সব করেন তিনি ।
মনে বলি দয়াময় ,
ধরি তব চরণ খানি
তাঁরে নাও মোর পাশে ,
জলে ভাসে তাঁর মু’খানি।
শ্রী হরি আওলো দ্বারে,
ধরি কর তুলে লয় তাঁরে
ভাসি চলে চক্র বলয় যথা,
চলি দিগ দিগন্ত পানে।
স্বামী ,কহে এ জন্ম অন্ত নয়
পুনর্জন্মে হবে দেখা দোঁহে।
কর হানি করে, এ ভবের
শেষ চুম্বনে টানে মোরে ।