ঘন ঘন মিসাইল ও বোমা বর্ষণ,
তুমুল তুফানও যেন অধোবদন,
বিদ্যালয় – হাসপাতাল – অনাথালয়,
ছাড় নেই অক্ষম- বৃদ্ধ – শিশু – নারীর,
চলছে নির্বিচারে ব্যাপক ধ্বংসলীলা,
জল নেই, খাবার নেই, আছে মৃত্যুর ইঙ্গিত,
তালিবানের পিতৃরক্ত শরীরের শিরায় শিরায়,
ব্যতিক্রম হবে কীভাবে হত্যালীলা!
হিংস্র রূপ সমাজতান্ত্রিক সাম্রাজ্যবাদের।
এমন সমাজতন্ত্রের স্বপ্ন দেখে কোন্ নির্বোধ!
ফ্যাসিবাদ – নাৎসিবাদের মতো ভয়ংকর,
স্বদেশের বিপুল সমস্যা থেকে নজর ঘোরানোর,
এই মারণযজ্ঞের আয়োজন একনায়কতন্ত্রের।
হত্যাকারীর শাস্তি কী অধরাই থেকে যাবে!
তবে হিটলার – সাদ্দাম কী দোষ করেছিল ?
দেশবাসীর তীব্র প্রতিবাদে রাষ্ট্রীয় সন্ত্রাস,
শয়তানের অবতারের কাছে কীসের ভালোর আশ!
কে দিয়েছে তাদের বিশেষ ক্ষমতা ‘ ভেটো ‘?
ধ্বংসের গুরুঠাকুর হতে পারে শান্তির দূত!
যতো সব গাঁয়ে মানে না আপনি মোড়ল!
এ তো বাঁদরের গলায় মুক্তোর হার!
এবার দাবি উঠুক সবার সমানাধিকার।