যে আশা লয়ে আসিছিনু হেথা
সে বিষয়ে কিছু হইল না কথা
আরো কিছু হইতে পারি তো; হইল না যাহা
যাহা হইলো দেখা
তাহা হইলো শেখা
তবুও বুঝি কিছু রহিলো বাকি
রাখিতে চাহিনাই তবু কিছু থাকিলো বাকি
আশার বাণী নিরাশার হইবে জানি
তোমার বীণার তারে বাঁধিলে তুমি যারে সে যে অমূল্য মানি
হিম্মত মম বিরল দুর্গ সম
ভুল তব দেখিতে পাইলে মম করিও ক্ষম
কেন তব বারে বারে মুই তোমারেই স্মরি
মোর হৃদয় এখনই কাঁপিয়া উঠিল;যেন কিছু বলিল
যেন তোমারি তরে বাঁচি; তোমারি তরে মরি
একান্ত মনে বিদ্রোহ কাঁদে
মরিতেছো তুমি; মরিতেছি আমি; এই অবসাদে
চির কঙ্কাল দেহ মোর ফুলিয়া ফাঁপিয়া উঠে মাঝে মাঝে
দেখা যদি নাও দাও তব মোর প্রিয়া;দিও দেখা জীবনের সাঁঝে।