যতই দীর্ঘ হোক ছায়ার পরিধি
কেন্দ্র- বীজে সূর্য স্থির জেনো ।
যতই উড়ুক কাঁধে দায়িত্বের ডানা
নির্জন নিশিপ্রেম উৎস গৃহে যাবে ।
আলুলায়িত সুখের হিমে হিমসিম
খেতে খেতে নিজস্ব ওমের ঔরসে
জন্ম নেবে বারংবার ,
শুধু একান্ত আনন্দের ব্রহ্ম স্বাদ পেতে ।
ইচ্ছে ঘরে ইচ্ছে দূরে ইচ্ছে ভাসমান
ইচ্ছে ঘোরে ইচ্ছে ওড়ে ইচ্ছে ধাবমান ।
দৃশ্য দেহ অদৃশ্য হাতে
প্রথমত নামতার
শেষতম আমি’র সন্ধানে ।