শেয়াল মামা বর সেজেছে
টোপর মাথায় দিয়ে,
সাথে আছে ভালুক দাদা
ছাতা হাতে নিয়ে।
মন্ত্র পড়বে ব্যাঘ্রমশাই
চশমা দিয়ে নাকে,
আনন্দেতে সিংহ জ্যেঠু
সগর্জনে ডাকে।
বানর বাবু বাজায় যে ঢোল
হাতী শিঙ্গা ফুকে,
পশুরা সব বরযাত্রী যে
চলছে মহাসুখে।
পশ্চিমেতে রোদের খেলা
পূবে ঝরে বৃষ্টি,
শুভ লগ্নে শেয়াল – কনের
হলো শুভ দৃষ্টি।