শরৎ সাগরে শিশিরের স্রোত
মেঘের পরনে তুলো ,
অভ্রের মতো রোদ ঝরে পড়ে
কে কার উপমাগুলো !
সমাধান নয় , রসের শেকড়ে
ডুব দিয়ে খুঁজি তল ,
তলের অতলে কল্পনা ভাসে
কবিতার সম্বল ।
খুঁজছি কিশোরী শিউলির মুখ
বুড়ো মহালয়া ভোরে ,
সিঁদ কেটে চুরি করেছে সময়
শূন্য স্মৃতিরা ঘোরে ।
ঋতুরা ভোলে না পদ্মের রং
কখন কে হবে নীল ,
আমাদের মনে ভুলের নামতা
কে কখন দিলো খিল ।
তবু কোজাগরী উপমিত হয়
আউশের আঘ্রাণে ,
শেকড়ের টানে প্রশ্বাসে বান
চারু প্রকৃতির দানে ।