শেকড়ের অরণ্য সৈকতে কিংবা
প্রবাল সাগরের আশ্চর্য উপত্যকায়
আমরা বড্ড বেমানান বহিরাগত
পূর্বাশ্রমের স্মৃতির সীমান্ত ডিঙোতে পারি না
ক্রুজের কাঁধে চড়ে এক দ্বীপ থেকে
ভিন্ন দ্বীপে যাই
সুন্দরের বৃষ্টিআয়ু পদ শুকনো বিদ্যুতের মতোই
বিচ্ছু আর বোহেমিয়ান
অনুভূতির নক্ষত্র নয়নের ঢালে
কেবলই ছলকে যায়
দিগন্তের আঁতুড় আশ্রমে
সূর্যের ভুশভাসা প্রসব দৃশ্য দেখে
এক থেকে দশ সেকেন্ডের কবিতার জন্ম হয়
যৌগিক জীবনের ঘামদৃষ্টি নিয়ে
তবুও মৌলিক ভাবনার খোঁজে
সূর্যের সমাধি তীর্থে বারবার ফিরে ফিরে আসি