আজ ঝুঁকছে সবে ,খুব নীরবে ,করছে কেবল কুৎসা,
সামলে থাকিস,যুগটা দেখিস ,তুই যে একা রূপসা।
তোর রূপের আলো,ভীষণ ভালো ,রূপই বড় সর্বনাশা,
ওই হায়নাগুলো,দেয় চোখে ধুলো,ভাঙতে সুখের বাসা।
সাজিয়ে দেব,ভরিয়ে দেব,তুই যে ফোটা ফুল,
কন্যরূপে সকল আশা,ভালোবাসা,করিস নে মা ভুল।
ছড়িয়ে থাকিস,সীমায় রাখিস ,আজ চতুর্দিকেই ভুল ভুলাইয়া,
ভুলের পারদ,দুঃখের আরোদ,ফাঁদ হাসে পা জড়াইয়া।
কথার মাঝে, নানান সাঝে,সুযোগসন্ধানী মিথ্যার প্রদীপ জ্বালায়,
খুব সাবধান,চারিদিকে শয়তান,কেবলি স্বপ্নজালে মন ভোলায় ।