সকালের অপেক্ষা আলতো ছুঁয়ে দেয় অপরাহ্নকে;
ফাগুনের বনে আগুন লাগে শিমুল পলাশে
কিন্তু শীতের পরশে শুধুই একরাশ হাহাকার
চলমান নদী পথ হারায় পাথুরে অববাহিকায়;
ভোরের আকাশে যে পাখিটি উড়াল দিয়েছিলো;
অস্ত আলোয় ফিরে আসে আপন কুলায়!
প্রতিটি পরিক্রমণ পথে পৃথিবীর জানালা দিয়ে
দ্রুত অবসৃত হয় মহাকাশের অজানা নক্ষত্রেরা;
আসলে গভীর শূন্যতায় শূন্যস্থানের বড়ই অভাব!
প্রতিটি মুহূর্তে ছুটে আসে অচেনা শব্দেরা।
ভোরের সোনালী আলোয় যাকে তুমি দেখেছিলে;
দিকচক্রবালে সূর্যাস্তের বিষন্নতা তাকে ছেঁয়ে থাকে !
পাওয়া না পাওয়ার মাঝে এটুকুই আশা;
মনের অন্তঃস্থলে শুধু টিকে থাকে ভালোবাসা।