এক আকাশ শূণ্যতা
ডুবন্ত সূর্যে সাঁতলে নিলাম।
চড়াই উতরাই জীবনে
নদী হয়ে বয়ে গেলাম।
আকাশগঙ্গার কালপুরুষকে স্পর্ধা দেখিয়ে,
রাতের অন্ধকার গায়ে মাখলাম।
ফুল কুসুমিত হল,
রাতের লাজ ঢেকে দিল তার আবেশে।
মদিরায় মত্ত দিন
আজ ঝলমলে,
শুধু তোর ভালোবাসায়।
এক আকাশ শূণ্যতা
ডুবন্ত সূর্যে সাঁতলে নিলাম।
চড়াই উতরাই জীবনে
নদী হয়ে বয়ে গেলাম।
আকাশগঙ্গার কালপুরুষকে স্পর্ধা দেখিয়ে,
রাতের অন্ধকার গায়ে মাখলাম।
ফুল কুসুমিত হল,
রাতের লাজ ঢেকে দিল তার আবেশে।
মদিরায় মত্ত দিন
আজ ঝলমলে,
শুধু তোর ভালোবাসায়।