শুভ দোল উৎসব সকল মানুষের মনের কালিমা দূরীভূত
করে স্বচ্ছ সুন্দর রঙে রাঙিয়ে তুলুক এই কামনা রাখি।
লাল, নীল, হলুদ , সবুজ রঙের আনন্দ যেন প্রকৃত আনন্দ
হয়ে ওঠে প্রকৃতির কোল জুড়ে।
অনন্ত আকাশে উড়ে চলুক নির্মল আনন্দ-রঙিন মেঘেরা।
সমস্ত চরাচর হাস্যজ্জ্বোল হয়ে থাক কিংশুক আর অশোকের সাথে সাথে। মাধবীবিতানের ছায়ায় স্নিগ্ধ হয়ে
উঠুক সকল তাপিত মানুষের জীবন।
অন্ধকার দূরে, বহুদূরে সরে গিয়ে রঙের বন্যায় ভেসে যাক
স্বার্থপর মানুষের সকল অসাধু চিন্তাভাবনা।
চলো,এসো হাত ধরে এগিয়ে চলি না- পাওয়া মানুষ গুলোকে কিছুটা অন্ততঃ ভরিয়ে দিতে।
মানুষের মাঝে তারাও যেন বেঁচে থাকতে পারে মানুষের
মতো করে।
দোলের আবির হয়ে উঠুক মানুষের সমানাধিকারের রক্তিম হাতিয়ার।