বাসা টুকু ভালো থাক মন্দটা ভুলি
পোকা ধরে হাঁড়িচাচা দেখে বুলবুলি ।
বাসাটা তো বানাতেও শিখলো না কুহু
অন্যের বাসা দেখে মন করে হু হু !
ভালোবাসা সকলেই মন থেকে চায়
কেউ পায় কেউ বা পেয়েও হারায় ।
নিজ গুনে ভালো বাসা ধরে রাখো সবে
মন্দের ছড়াছড়ি আধুনিক ভবে ।
বিশ্বাসে বাঁধা থাক ভালো বাসা খানি
পেয়েছি যেটা আমি নিজ ব’লে জানি ।
শুধু খাঁটি ভালোবাসা পেতে যদি চাও
গৃহ কোণে দুঃখী মা’র ছায়াতলে যাও ।
অট্টালিকা যেথা দম্ভেই ম’রে
ভালোবাসা মুখ ঢাকে মোজাইক ঘরে ।
সন্তান স্নেহ মা’র এক সম্বল
লুটে পুটে নাও সেটা একতাই বল ।
আর যাও অনাথিনী মায়েদের কাছে
বৃদ্ধাশ্রমে যারা একা একা বাঁচে !
ভালোবাসা আছে যা তব হৃদ্ মাঝ্
অকাতরে বিলি করো ভোর হতে সাঁঝ ।
পথ শিশু আছে যারা পথে পথে ঘোরে
ভিক্ষার জন্য উঠে পড়ে ভোরে ।
আর আছে কিছু শিশু শ্রমিকের নামে
শিশুশ্রম পাওয়া যায় অল্পই দামে ।
পারো যদি এত টুকু ভালোবাসা দাও
শিশুদের শিক্ষার আলো দিয়ে যাও ।
ছোট ছোট কুঁড়ি ওরা হয়ে যাবে ফুল
শোধরাও এ সমাজ শোধরাও ভুল ।
অনাথের নাম যদি মুছে দিতে পারো
ভালোবাসা পবিত্র ভালোবাসো আরো ।