থাকি না দুজনে না হয় আরো কিছু মুহূর্ত,
“আজ উঠি পরে না হয় আরেকদিন”
কে জানে ব্যস্ততার ভিড়ে এই অপেক্ষা
বহু মাস চিরস্থায়ী হয়ে যদি ….!
তার চেয়ে আরো কিছু সুখ মুহূর্ত যাপন ,
জানি তো এ দেখাই শেষ দেখা নয়!
তবু পাশে থেকেও বুকে বাজে অশনি সংকেত!
ভরসায় বাজি রেখে প্রেমের মধুর সন্তরণ,
অনুভবে দুজনে মিশে থেকেও
হৃদয় জুড়ে ঘনীভূত হওয়া পিপাসার ভার!
আজীবন থেকে যাও গান গাও,
যতদিন পারো পাশে, ভরা এ আবেশে,
বুঝি না এ নিবিড় উন্মাদনা কি করে আসে!
ওষ্ঠ ছুঁয়ে যাওয়া ভারি চমৎকার ব্যঞ্জনা ময়
উচ্চারণ “ভালোবাসি তোমাকে প্রিয়…”
টি শার্টের ওপর ছাপ রেখে যাওয়া
উল্লসিত ঠোঁটের কঠোর জেদি দাগ আজও
খুঁজে দেখি দিব্যি হাত পা ছড়িয়ে বসে।
মিঠে রোদ্দুরের ঘাসের ওপরে বসে দোল
তুমিটা তেমনিই একইরকমভাবে ভালোবেসে ,
পথ হারিয়েও ঠিক এসে যাও ভালোবেসে
এই শরীর উত্তাপ কোল ঘেঁষে।
পরিতৃপ্ত হই ছুঁয়ে ছুঁয়ে রই,
শুধু দুজনে ক্লান্ত দিনের শেষে।