হয় না গাঁথা এ’ফুলে মালা
সুগন্ধ ধরায় এ’মনে জ্বালা,
নেয় তবু চেতনা সময়ে বিদায়
ভরে মন রাখে শুধু যে দ্বিধায়।
রাতের আঁধারে ফুটে চিরকাল
গন্ধ হয় না তবুও আড়াল,
সুরভি বিলিয়ে শুধু চেতনায়
তার কথা বলো ভেবেছে কে হায়?
চেতনাকে আমি কিছুতে বুঝি না
পারি না বলতে বিদায় নিও না
গন্ধে বিভোর কিনা তাও তো অজানা
জ্যোৎস্নারাতের আমি যে হাসনুহানা।