চাঁদের জোছনা পানে পশু পক্ষী মগ্ন
প্রেমিকের বাহুডোরে নারী বাঁধা পরে,
অমাবস্যা আসে ঘুরে মন হয় ভগ্ন,
ব্যথিত হৃদয় খানি সিক্ত প্রেম জ্বরে।
বীণের ধ্বনির সুরে নাগে খেলা করে
সুরের তানের মাঝে হেলে দুলে চলে,
চন্দ্র প্রভা রাশি রাশি নদী তীর ভরে,
মিলন পিয়াসি দুটি ভাসে প্রেম জলে।
আদিবাসী নারী শেষে নাগের ছোবলে
দেখিতে দেখিতে বিষে নীল হয়ে যায়,
প্রতিষেধকের ফলে ঠিক হয় পলে,
গরম দুধের ভাঁড় চুমুকেতে খায়।
জলের তরঙ্গ মাঝে চাঁদ কেন ভাসো,
কিরণেতে মাখামাখি শুধু কেন হাসো।