“শুধু একটি বার শুনতে চাই ‘ভালোবাসি’আর কোনদিন তোমাকে ভালোবাসতে হবে না।গ্রীষ্মের দুপুরে হাঁটতে হবে না আমার সাথেরেড রোড ধরে,নির্ঘুম রাতে আমার অপেক্ষায় তাঁরাদেরসাথে গল্প করতে হবে না নীল আকাশ থেকে ভেসে আসুকতোমার সেই ‘ভালোবাসি’ প্রতিধ্বনি! কেউ একজন আমাকে ভালোবেসেছিল সবাই জানুক ।কেউ সাড়া দিয়েছিলো আমার হৃদয়ের ডাকে ।অনেক বেশি কোনোদিনই চাহিদা নেই শুধুএতটুকুই আমার চাহিদা!তুমি ভালবাসো বা না বাসো,কাছে আসো বা না আসো,তাতে আমার কিছুই আসে যায় না ।একটি বার হলেও হৃদয়কে শান্তনা তো দিতে পারবো-অন্তত একটি বার হলেওছুঁয়ে ছিল কারো হৃদয় দিয়ে আমার হৃদয় ।অশ্রুর বন্যা বয়েছিল ঝড়ের বেগে শুকিয়েযাওয়া নদীর থেকে কয়েক মুহূর্তের জন্য শুধু এতটুকুই আমি দাবি, এর চেয়ে বেশিকোনদিন চাইবো না!”
শুধু একটি বার শুনতে চাই ‘ভালোবাসি’আর কোনদিন তোমাকে ভালোবাসতে হবে না।গ্রীষ্মের দুপুরে হাঁটতে হবে না আমার সাথেরেড রোড ধরে নির্ঘুম রাতে আমার অপেক্ষায় তাঁরাদের সাথেগল্প করতে হবে না নীল আকাশ থেকে ভেসে আসুক তোমার সেই’ভালোবাসি’ প্রতিধ্বনি! কেউ একজন আমাকে ভালোবেসেছিল সবাই জানুক ।কেউ সাড়া দিয়েছিলো আমার হৃদয়ের ডাকে ।অনেক বেশি কোনোদিনই চাহিদা নেই শুধুএতটুকুই আমার চাহিদা!আগে ভালবাসো বা না বাসো,কাছে আসো বা না আসো,তাতে আমার কিছুই আসে যায় না ।একটি বার হলেও হৃদয়কে শান্তনা তো দিতে পারবো- অন্তত একটি বার হলেও ছুঁয়ে ছিল তোমার হৃদয় ।অশ্রুর বন্যা বয়েছিল ঝড়ের বেগে শুকিয়ে যাওয়ানদীর থেকে কয়েক মুহূর্তের জন্য শুধু এতটুকুই আমি দাবি, এর চেয়ে বেশিকোনদিন চাইবো না!বলোনা তুমি শুধু এতটুকুর জন্য আমায় কি করতে হবে?পারবোনা কিন্ত এনে দিতে আমি তোমাকে আকাশেরথেকে চাঁদটিকে বা প্রভাতী লাল জামা গায়ে সূর্যটিকেও!হ্যাঁ পারি আমি নির্ঘুম রাতের পর রাত তোমার অপেক্ষায়জেগে তারাদের সাথে গল্প করতে তোমার কাছে অসার অপেক্ষায় আজীবন একা বসে থাকতে।হৃদয় টা শূন্য তাতে একটি মাত্র নাম মাঝে মাঝে চিৎকারকরে আমার শুধু আমার তুমি কিন্তু তুমিতো আর আমার হয়েও হলে না।কি হবে ভরে এই শুন্য হৃদয় ?অন্য কেউ এসে আমার হৃদয়ে এসে লাল গোলাপফোটাক – আমি তো চাই না ,চাইনি এই পোড়া মন আবার সতেজ হয়ে উঠুক।আমি শুনতে চেয়েছি একটি বার হলেও ওই একটি শব্দ’ভালোবাসি’ শুধু তোমার মুখ থেকে। আকাশে বাতাসে বাজুক প্রতিধ্বনি ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি….
শুধু এতটুকুই চাহিদা আমার এর চেয়ে বেশিআর কিছুই চাই না আমি