যতোই আমি চাইনা কেন
মনকে বেঁধে রাখতে,
মন-বেয়ারা চায় কি কভু
লাগাম পরে থাকতে?
আবেগ আমায় আকুলতায়
জড়িয়ে যবে ধরে,
বিদ্রুপেতে ব্যঙ্গের তকমায়
নাজেহাল সব করে।
রুদ্ধ মনের জানালা গ’লে
আলোর ছ’টা আসে,
নিষেধ গুলো মুখ লুকিয়ে
মুচকি মুচকি হাসে।
দ্বিধার চাদর ছুঁড়ে ফেলে
তাইতো কাছে আসি,
অকপটে যাই যে বলে–
ভালো তোমায় বাসি ।
জানি আমি , মন ও জানে
ভালোবাসার মানে,
মিলেমিশে থাকা চাই যে
প্রীতির পরশ দানে।
অসম্ভবের দেয়াল ভেঙ্গে—-
হবে কি দেখা আর,
শেষ দেখাটি চাই যে পেতে
শুধুই —একটি বার!