পৃথিবীর রাশিফল আমি গুনে চলি অনর্গল
কারা যেন বাকরুদ্ধ হয়ে পিছু হটে হারায় মনোবল
কোন এক পথ ভোলা নাগরিক একদিন হয়েছিল পথিক
আনমনা গলিপথের নিশ্চুপ পাথর গুলো দেখিয়েছিল দিক।
আমি যে পথে হাঁটছি সেগুলো ঠিক নাকি ভুল ?
আমি জানিনা।
আমার যে নীতি চরিত্র এগুলো কি আদর্শ?
না, তা আমি জানিনা।
স্পষ্ট ভাষার জন্য আমি আক্রমণের শিকার হই
তবে কি আমি সন্ত্রাস? হয়তো তাই।
আজকাল বিশ্লেষণ হয় না সন্ত্রাস আর প্রতিবাদ নামক শব্দের
প্রকৃত দেশপ্রেমিক পায় শুধু অপবাদ,
গৃহপালিত আতঙ্ক কষে চলে অঙ্ক
উড়ে-আসা ভাষার ব্যাকরণ ব্যাকরণ সভ্যতাকে করে উলঙ্গ।
যতবার ভেবেছি হবে এই সমাজ সংস্কার
ভাবনারা জেগে উঠে ডুবে যায় পুনরায়; চারিদিকে থাকে শুধু অন্ধকার।