ফুরিয়ে যাওয়া শক্ত ভীষন
অতলে তল পাতা ,
বধ্য দুপুর ভাপ পাঠালে
বৃষ্টি বোনে ছাতা ।
হারিয়ে যাওয়ার সাধ্য ঘিরে
মাতলা মাদল মন ,
শুকনো স্মৃতি শোক জাগালে
জীবন স্মৃতির বন ।
তলিয়ে যাওয়ার সম্ভাবনায়
আঁধার জ্বেলে আলো ,
বাতাস – পালের আলিঙ্গনে
বাঁচা কী জমকালো !
জড়িয়ে যাওয়ার নেশায় মাতাল
বাড়িয়ে আছি হাত ,
পথ পেরোলেই পথের শেষে
পথের সূত্রপাত ।