আমাদের সেই শীতের দুপুর আবছা আলোয় টাপুর টাপুর ,
তার মাঝেতেই খুব জমিয়ে গল্প শোনায় কথক ঠাকুর।
গল্প গুলো শীতকে নিয়ে লেপ কাঁথাতে বেশ মুড়িয়ে,
বনের যেসব পশুপাখি আর শীতকাতুরে শেয়াল নিয়ে ।
শীতের আরও রকমারি রূপ ও আছে গুণ ও আছে,
সেসব কথা বলব শোনো , রস ভর্তি খেজুর গাছে।
কুল গাছেতে ফুলের মেলা অপেক্ষাতে দিন কাটে না,
সকাল বিকেল তারই নিচে আমাদের সব আনাগোনা।
মাঠে মাঠে লাল হলুদে সব্জি হাসে খিলখিলিয়ে,
সূর্যমুখী চন্দ্রমুখী তারাও হাসে হাত মেলিয়ে।
আরও আছে বরোর বেলা কাদার মধ্যে তাদের মেলা,
এই ধানেতে ভরবে গোলা , ভরবে পেট জমবে খেলা।
তারপর সেই পবনদেবের মাতাল করা মৃদু বাতাস,
সেই হাওয়াতে দুলে দুলে গান গেয়ে যায় বন্ধু তিতাস।